বাংলাদেশ

ছুটির দিনেও ক্রেতা-দর্শনার্থী নেই বাণিজ্য মেলায়

Tanjia Khanam Borshon

ডিবিসি নিউজ

শুক্রবার ১৪ই জানুয়ারী ২০২২ ০৮:২৪:০৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ছুটির দিনেও প্রত্যাশা অনুযায়ী ক্রেতা-দর্শনার্থী নেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। বিক্রেতারা বলছেন,গত ১৪ দিনে বেচা-বিক্রি গতবারের তুলনায় অর্ধেকেরও কম হয়েছে।  

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সকালে মেলায় ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও বিকেলে তা বাড়তে থাকে। বিক্রেতারা বলছেন, ছুটির দিনে তুলনামূলক ভীড় থাকলেও অন্যান্য দিনগুলোতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থাকছে অনেকটা ফাঁকা। 

মেলার ইজারা নেয়া প্রতিষ্ঠান মীর ব্রাদার্স বলছে, প্রতিদিন গড়ে ৫ লাখ টাকার টিকেট বিক্রি হচ্ছে যা আগের বছরগুলোতে হতো ২০ থেকে ৩০ লাখ টাকা।  

মীর ব্রাদার্স এর ইনচার্জ রাকিবুল ইসলাম জানান, অর্ধেক মেলা শেষ তারপরেও পুরো মেলা এখনও সম্পূর্ণ তৈরি হয়নি।

তবে মেলার পরিবেশ নিয়ে সন্তুষ্ট পরিবার পরিজন নিয়ে আসা ক্রেতা দর্শনার্থীরা। 

মেলায় আসা এক দর্শনার্থী বলেন, 'মেলার পরিবেশ ভালো কিন্তু যাতায়াত ব্যবস্থা খুব কষ্টকর।'

মেলায় আগত আরেক দর্শনার্থী বলেন, 'এবারের মেলায় স্টল অনেক কম তাই ঘুরে মজা পাচ্ছি না। তবে খাবারের মান ভালো কিন্তু মুল্যটা একটু বেশি।'

মেলায় ক্রেতাদের বাড়তি আকর্ষণ থাকে বিদেশী প্যাভিলিয়নে, তবে এবার তা নেই বললেই চলে। কারণ বিগত বছরে মেলায় ১৫ থেকে ২০ টি বিদেশী প্যাভিলিয়ন থাকলেও এবার আছে হাতেগোনা ২ থেকে ৩ টি।

মেলায় ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথের ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন