খেলাধুলা, ফুটবল

জমজমাট ম্যাচে মাঠে নামছে বড় দলগুলো

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ২২শে জানুয়ারী ২০২০ ০৫:৫৩:১০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সবগুলো লিগেই মাঠে নামছে জায়ান্টরা।

ইপিএলে আজ তিন ম্যাচ, রাত দেড়টায় লিস্টারের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম। একই সময় টটেনহ্যামের খেলা নরউইচের বিপক্ষে। সোয়া দুইটায় ম্যানইউ'র সামনে বার্নলি। পৌনে একটায় কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে য়্যুভেন্তাস-রোমা বিগ ক্ল্যাশ। কোপ দেল রে'র শোষ ষোলতে উঠতে রাত বার্সেলোনার প্রতিপক্ষ ইবিজা, দুইটায় সালামাঙ্কার সাথে রিয়ালের খেলা।

স্পেনে চলছে চরম বৃষ্টি। তবে, তাতে কি আর বার্সেলোনার অনুশীলন থেমে থাকার উপায় আছে? সময়টা খুব ভালো যাচ্ছে না। বরখাস্ত হয়েছেন আর্নেস্তো ভালভার্দে। নতুন কোচের দায়িত্ব পেয়েছেন কিকে সেতিয়েন। লা লিগায় ওর অধীনে প্রথম ম্যাচটা জিতেছে কাতালানরা। এবার লড়াইটা কোপা দেল'র শেষ ষোলতে ওঠার। পুচকে ইবিজা। তারকাদের অনেককে বিশ্রাম দিয়ে সেতিয়েন তাই বাজিয়ে দেখতে পারেন বেঞ্চের শক্তিটা।

কাপের লড়াই আছে ইতালিতেও। তবে, য়্যুভেন্তাস কোচ সারি নিশ্চিতভাবেই খেলাবেন সেরা একাদশ। একে তো ম্যাচটা কোয়ার্টার ফাইনাল। তার ওপর প্রতিপক্ষ শক্তিশালী রোমা। পরীক্ষা-নিরীক্ষার তাই সুযোগ নাই। সিরি-টেবিলে শীর্ষে আছে তুরিনের ওল্ড লেডিরা, অন্যদিকে রোমার অবস্হান চার। খেলাটা য়্যুভেন্তাসের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়।

দলের সবাই ফিট-ফাট। ফেভারিটও ওরাই। কদিন আগেই সুপার কাপে লাজিওর কাছে ৩-১ এ হেরে একটা শিরোপা খুইয়েছে য়্যুভেন্তাস। দলটা তাই ভালো করেই জানে রোমার বিপক্ষে নির্ভার থাকার উপায় নাই।  

ইংল্যান্ডে মিডউইকে চলছে ইপিএলের খেলাই। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা বার্নলির বিপক্ষে। শিরোপার আশা নাই। পাঁচে থাকা রেড ডেভিলদের টার্গেট শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলা। ঐ জায়গায় বর্তমানে আছে চেলসি। চলতি রাউন্ডে আর্সেনালের সাথে ড্র করে পয়েন্ট খুইয়েছে ব্লুজ। বার্নলিকে হারাতে পারলে তাই চেলসির সাথে পয়েন্ট ব্যবধান তিনে নামিয়ে আনতে পারবে রেড ডেভিলস।

আরও পড়ুন