আন্তর্জাতিক

'জলবায়ু পরিবর্তনের কারণেই পশ্চিম ইউরোপে ভয়াবহ বন্যা'

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৪শে আগস্ট ২০২১ ১২:৪০:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জলবায়ু পরিবর্তনের কারণেই পশ্চিম ইউরোপে চলতি বছর ভয়াবহ বন্যা হয়।

এক গবেষণায় এমনটাই জানিয়েছেন ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন গ্রুপের বিজ্ঞানীরা।  

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মানবসৃষ্ট নানা কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় পশ্চিম ইউরোপে অঞ্চলভেদে ৩ থেকে ১৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে বন্যার সম্ভাবনা ৯ গুণ বেড়ে যায়।  

জুলাইয়ে জার্মানি, বেলজিয়াম ও ইউরোপের আরও কয়েকটি দেশে বন্যায় অন্তত ২শ ২০ জন মারা যান। মাত্র দুই দিনের বৃষ্টিতে নজিরবিহীন বন্যা হয় পশ্চিম ইউরোপের দেশগুলো। ভারি বৃষ্টিতে বন্যা পর্যবেক্ষণ ব্যবস্থাও ধ্বংস হয়ে যায়।  

পূর্বে ৪শ বছরের মধ্যে একবার এমন ভারি বর্ষণের ঘটনা ঘটতো। কিন্তু গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভারি বৃষ্টিপাত স্বাভাবিক ঘটনায় পরিণত হতে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন