খেলাধুলা, তারুণ্য, অন্যান্য খেলা, শিক্ষা, কিডজ জোন

জাতীয় স্কুল হকি শুরু ২৫ জানুয়ারি

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

শুক্রবার ২০শে ডিসেম্বর ২০১৯ ০৯:৫০:৪৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ২৫ জানুয়ারি থেকে জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।

এছাড়া বঙ্গবন্ধৃর জন্মশত বর্ষ উপলক্ষে অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকির জন্য কমিটি গঠন করা হয়েছে।  কমিটিতে পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নানকে করা হয়েছে চিফ প্যাট্রন এবং ক্রীড়া প্রতিমন্ত্রীকে দেয়া হয়েছে আহ্বায়কের পদ।

শুক্রবার বিকেলে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির বৈঠকশেষে এসব কথা জানানো হয়।

হকির প্রসারে জাতীয় স্কুল হকি চালু করতে সিদ্ধান্ত নেয়া হয় বৈঠকে।  সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ জানুয়ারি থেকে ৮০টি স্কুলের অংশগ্রহণে দেশের ৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।

এছাড়া আসছে বছর জুড়ে হকিকে মাঠে রাখতে গঠন করা হয়েছে বেশকিছু কমিটি।  অন্যদিকে ক্যাসিনো কেলেঙ্কারিতে পলাতক থাকায় নির্বাচিত সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদের অনুপস্থিতির বিষয়ে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।

বাংলাদেশ হকি ফেডারেশানের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "মাননীয় সভাপতি সবসময় বলেছেন আমাদের গঠনতন্ত্রে যা আছে ওই নিয়মেই আমাদের সংগঠন চলবে, গঠনতন্ত্রের বাইরে আমাদের কাজ করার কোনো সুযগে নেই।  উনি তিনটা মিটিংয়ে অনুপস্থিত আছেন, উনার কাছ থেকে আমরা ব্যাখ্যা চাইব, যদি উনি সন্তোষজনক জবাব দেন তাহলে তখন আবার আলোচনা করা হবে এটার উপরে।"

আরও পড়ুন