অপরাধ, রাজধানী

জাল নোট তৈরি চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৩

ময়ূখ

ডিবিসি নিউজ

রবিবার ২রা মে ২০২১ ০২:৪৯:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কম্পিউটারে বাটনে চাপ দিতেই প্রিন্টারে বেরিয়ে আসছে চকচকে হাজার টাকার নোট। খালি চোখে এসব নোট দেখে বোঝার উপায় নেই এগুলো সবই জাল টাকা।

 রাজধানীর কামরাঙ্গীরচরে নয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে জাল নোট তৈরি চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে  ডিবি। 

পুলিশ জানায়, ৪ মাস আগে বাসা ভাড়া নিয়ে জাল টাকা তৈরির কারখানা বসায় চক্রটি। এই চক্রের মূল হোতা জীবন পাইকারি বিক্রেতার কাছে প্রতি লাখ জাল টাকা বিক্রি করতেন ১০ থেকে ১২ হাজার টাকায়।

পাইকারি বিক্রেতারা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করতেন ১৪ থেকে ১৬ হাজার টাকায়। জাল টাকা তৈরির জন্য বিশেষ ধরনের কাগজ তৈরি, তাতে বিভিন্ন ধরনের আঠা, নিরাপত্তা চিহ্ন বসানো ও ছাপা হওয়ার পর নোটগুলোকে মূল নোটের মতো করে কাটার জন্য কারখানায় কারিগর রয়েছে ৩ জন। বেতন দেয়া হয় মাসে ২০ হাজার টাকা।

অভিযানে ৪৬ লাখ জাল টাকা এবং কয়েক কোটি টাকা জাল নোট তৈরির উপকরণ জব্দ করা হয়। চক্রের ২ সদস্য পিয়াস ও ইমাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। 

আরও পড়ুন