আন্তর্জাতিক, পাকিস্তান, বিজ্ঞান ও প্রযুক্তি

জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

রবিবার ২৬শে এপ্রিল ২০২০ ০৭:১০:১৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তান নৌবাহিনী গতকাল শনিবার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল ধারাবাহিক পরীক্ষা চালিয়েছে।

উত্তর আরব সাগরে এ পরীক্ষা চালানো হয়েছে বলে পাক নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আরশিদ জাভেদ জানিয়েছেন।

জাহাজ এবং দুই ধরণের বিমান থেকে এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় বলে জানান তিনি। পাক নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসি এ সময়ে উপস্থিত ছিলেন।

ধারাবাহিক ক্ষেপণাস্ত্র সফল ভাবে ছোঁড়ার মাধ্যমে পাক নৌবাহিনীর অভিযান সক্ষমতা এবং সামরিক প্রস্তুতি প্রমাণ করেছে বলে বিবৃতিতে বলা হয়। অ্যাডমিরাল আব্বাসি বলেন, শত্রুর হঠকারী আগ্রাসনের দাঁত ভাঙ্গা জবাব দিতে পুরোপুরি সক্ষম পাক নৌবাহিনী।

অবশ্য, ক্ষেপণাস্ত্রের পাল্লা বা এর নির্মাণ সম্পর্কে কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন