খেলাধুলা, অন্যান্য খেলা

জুনিয়র অ্যাথলেটিকসে বিকেএসপি চ্যাম্পিয়ন

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শনিবার ২৬শে অক্টোবর ২০১৯ ১০:২৫:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

৭টি নতুন জাতীয় রেকর্ড দিয়ে পর্দা নামলো ৩৫তম জাতীয় জুনিয়র বয়স ভিত্তিক অ্যাথলেটিকস প্রতিযোগিতার।

প্রথম দিন জাতীয় রেকর্ড হয় তিনটি। কিশোর বিভাগে হাই জাম্পে ১.৯৬ মিটার লাফিয়ে রেকর্ড গড়েন বিকেএসপির জুলফিকার নাঈম। কিশোরীদের হাই জাম্পে ১.৬৫ মিটার লাফিয়ে রেকর্ড গড়া জান্নাতুলও বিকেএসপির ছাত্রী। একই দিন কিশোরী বিভাগে ১০০ মিটার দৌড়ে ১২.১০ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন বিকেএসপির সোনিয়া আক্তার।

দ্বিতীয় দিনে চারটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। কিশোরদের ডিসকাস থ্রোয়ে আগের রেকর্ড অতিক্রম করেন তিনজন- বিকেএসপির লিমন হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার রাসেল ইসলাম ও রাজশাহী শিক্ষা বোর্ডের এনামুল হক। তবে ৩৫.৬০ মিটার ছুড়ে বাকি দুই জনকে ছাড়িয়ে গেছেন এনামুল।

হাই জাম্পের পর লং জাম্পেও রেকর্ডের পাতা নতুন করে লিখিয়েছেন বিকেএসপির জান্নাতুল। ৫.৪২ মিটার লাফিয়ে ছাড়িয়ে গেছেন সবাইকে।

দু’দিন ব্যাপী প্রতিযোগতায় ২০টি স্বর্ণ ৮ রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক নিয়ে বিকেএসপি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।

৩টি স্বর্ণ ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ নিয়ে নোয়াখালী জেলা রানার আপ এবং ১ স্বর্ণ ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদকে দ্বিতীয় রানার আপ হয়েছে খুলনা জেলা ক্রীড়া সংস্থা।

বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে সমাপনী ঘোষনা করেন ফেডারেশনের মাননীয় সভাপতি জনাব এ এস এম আলী কবীর।

আরও পড়ুন