ধর্ম, জাতীয়, ইসলাম

জোহর থেকে শুরু হলো মসজিদে জামাতে নামাজ আদায়

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই মে ২০২০ ০২:০৮:০২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বায়তুল মোকাররমে জোহরের নামাজে অংশ নেন ৩০০ মুসল্লি।

একমাস বন্ধ থাকার পর আজ জোহর থেকে সারা দেশের মসজিদের জামাতে নামাজ আদায় শুরু হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জোহরের নামাজে প্রায় ৩শ মুসল্লী অংশ নিয়েছেন। শর্ত মেনে অর্থাৎ দূরত্ব বজায় রেখে নামাজে অংশ নেন তারা।  

বৃহস্পতিবার দুপুর পৌনে ১ টায় জোহরের নামাজের আজান হয়। এর পরপর মুসল্লীদের জন্য খুলে দেয়া হয় মসজিদ। হাত ধুয়ে মসজিদে প্রবেশ করেন মুসল্লীরা। এরপর দুপুর ১টা ২০ মিনিটে শুরু হয় জামাত। নামাজ শেষে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করা হয়। ফরজ নামাজ শেষে সুন্নত নামাজ আদায় করেন অনেক মুসল্লী। অনেকে ফরজ নামাজ পড়েই বেরিয়ে যান। তবে বেশিরভাগ মুসল্লী এসেছেন জায়নামাজ ছাড়া।  

একইভাবে সারা দেশেও শুরু হয়েছে মসজিদে জামাতে নামাজ আদায়। রাতে সব মসজিদে জামাতে তারাবির নামাজও শুরু হবে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে গেল ৬ই এপ্রিল থেকে মসজিদে জামাতে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। শুধু সীমিত পরিসরে নামাজ আদায়ের সুযোগ ছিল।  

আরও পড়ুন