খেলাধুলা, ক্রিকেট

জয় দিয়েই প্রত্যাবর্তন হলো সাকিব আল হাসানের

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৪শে নভেম্বর ২০২০ ১০:২৮:২৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তামিমের বরিশালকে খুলনা হারিয়েছে ৪ উইকেটে। বরিশালের তোলা ১৫২ রান ১ বল হাতে রেখে টপকেছে খুলনা।

কিং ইজ ব্যাক। অনুশীলনে ফিরেছেন আগেই। অবশেষে ৪০৮ দিনের বিরতির পর মাঠের ক্রিকেটে সাকিব আল হাসান। 

লড়াইটা খুলনা আর বরিশালের। স্পটলাইটে দুই দলের দুই সুপারস্টার তামিম-সাকিব। তবে, সম্মুখ সমরটা আর হলো কই? মিরাজের পর পাওয়ারপ্লেতেই আউট তামিম...তখনও যে বোলিংয়েই আসেন নি সাকিব।

সপ্তম ওভারে বোলিংয়ে আসেন বিশ্বসেরা অল-রাউন্ডার। প্রথম ওভারে রান দেন তিন। তবে, নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই আফিফকে আউট করেন সাকিব। 

বিপদে পড়া বরিশালের হয়ে একাই লড়াই করেছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য পারভেজ হোসেন ইমন। দৃষ্টিদন্দন সব শটে পূরণ করেছেন ফিফটি। তবে, এরপর আর টানতে পারেন নি।

টানতে দেননি শহিদুল ইসলাম। শুরুতে এক উইকেট নেয়া পেসার উনিশতম ওভারে নিয়েছেন আরও তিনটা। কোন রকমে টেনেটুনে ১৫০ এর কোটা পেরোয় বরিশাল।  

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই তাড়াহুড়া খুলনার ব্যাটসম্যানদের। মাশুল গুণতে হয়েছে চরম। বিজয়-ইমরুল ব্যর্থ। সাকিব আর রিয়াদও তাই। বাজে শটে আউট তারকাদের সবাই। পাওয়ারপ্লেতে ৩৭ রানে নাই খুলনার ৪ উইকেট। 

তবে, ঘুরে দাড়ায় লোয়ার অর্ডার। জহুরুল করেন ৩১, শামীমের ব্যাটে ২৬। তারপরও শেষ ওভারে দরকার ছিল ২২। চারটা ছয় হাকিয়ে কাজের কাজটা করেন আরিফুল। হারা ম্যাচ জিতিয়ে দেন খুলনাকে।

আরও পড়ুন