বাংলাদেশ, জাতীয়, রাজনীতি, জেলার সংবাদ

ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচন, মাঠে দেখা নেই বিএনপি প্রার্থীর

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

সোমবার ২৫শে জানুয়ারী ২০২১ ০৯:২৫:১৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

৩০শে জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচারণা।

মেয়র পদে চারজন প্রার্থী থাকলেও বিএনপি প্রার্থী মাঠে উপস্থিতি অনেকটাই কম। ফলে মূল প্রতিদ্বন্দিতা হবে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবং দলের বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর মধ্যে।  আর ভোটাররা খুঁজছেন যোগ্য প্রার্থীকে। 

দেশের প্রাচীন পৌরসভাগুলোর মধ্যে অন্যতম নলছিটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০শে জানুয়ারি। 

নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি-স্বতন্ত্রসহ মেয়র পদে লড়ছেন চারজন। তবে বিএনপির প্রার্থীর মাঠে তেমন উপস্থিতি না থাকায় মূল লড়াই হবে আওয়ামী লীগের দলীয় ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর মধ্যে। 

এদিকে, কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দিতা করছেন ১২ জন। ভোটাররা বলছেন- যোগ্য প্রার্থীকেই বেছে নিবেন তারা।

পৌর নির্বাচনে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে তৎপর রয়েছে নির্বাচন কমিশন। নলছিটি পৌরসভায় মোট ভোটার ২৪ হাজার ১০১ জন। 

আরও পড়ুন