খেলাধুলা, ক্রিকেট

টি-২০ বিশ্বকাপ বাছাই ম্যাচ স্থগিত করেছে আইসিসি

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে মার্চ ২০২০ ০৮:১২:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসের কারণে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপও হুমকির মুখে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ৩০শে জুন পর্যন্ত স্থগিত করেছে আইসিসি। তবে অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ভাবনায় এখনো বহাল আছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

এ বছরের জুনে বাছাইপর্বের ম্যাচ খেলার কথা ছিলো নামিবিয়া, কুয়েত, স্পেন, পাপুয়া নিউগিনি, বেলজিয়াম, মালয়েশিয়া ও ফিনল্যান্ডের। করোনাভাইরাসের কারণে ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। জুনের পর সম্ভাব্য তারিখ নির্বাচন করবে আইসিসি।  

করোনার প্রাদুর্ভাব কমে এলে জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব সেরে নিতে পারে বলে ধারনা দিয়েছে সংস্থাটি। সেক্ষেত্রে অক্টোবরে বিশ্বকাপ আয়োজনে কোন প্রভাব পড়বে না বলে মনে করছে আইসিসি।

আরও পড়ুন