খেলাধুলা, অন্যান্য খেলা

টেনিস খেলোয়াড়দের জন্য এটিপির মাধ্যমে ৩৮ কোটি টাকার তহবিল গঠন

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

সোমবার ২০শে এপ্রিল ২০২০ ০১:০৩:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার কারণে খেলা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত টেনিস খেলোয়াড়দের সাহায্যে তিন বড় তারকা রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ ৩৮ কোটি টাকার তহবিল গড়ার ঘোষণা দিয়েছেন।

বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে মার্চ মাস থেকেই বন্ধ বন্ধ রয়েছে টেনিসের সব টুর্নামেন্ট। স্থগিত করা হয়েছে মে মাসে অনুষ্ঠেয় গ্র্যান্ড স্লামের আসর ফ্রেঞ্চ ওপেন।

টেনিসে থ্রি বিগ স্টার ফেডেক্স, রাফা ও জকোভিচের আর্থিক অনটনের শঙ্কা না থাকলেও খেলা বন্ধ থাকায় রেনকিংয়ের অচেনা খেলোয়াড়রা মুখোমুখি হচ্ছেন আর্থিক সমস্যার। অনেকে সিদ্ধান্ত নিচ্ছেন খেলা ছেড়ে দেয়ার।

তাদের পাশে এগিয়ে এসেছেন টেনিসের তিন বরপুত্র, ঘোষণা দিয়েছেন এটিপির সাথে ৩৮ কোটি টাকার তহবিল গঠনের। রেনকিংয়ে ২০০ থেকে এক হাজার কিংবা তারপরের টেনিস খেলোয়াড়রা এটিপির মাধ্যামে পাবেন আর্থিক সহযোগিতা।

আরও পড়ুন