আন্তর্জাতিক, আমেরিকা

ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে নভেম্বর ২০১৯ ০৯:২৪:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন তদন্তের তৃতীয় দিনের মতো প্রকাশ্যে শুনানি চলছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় ক্যাপিটল হিলে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে শুনানি শুরু হয়।  

আজ প্রকাশ্যে সাক্ষ্য দিচ্ছেন, জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনিফার উইলিয়ামস ও কর্নেল আলেক্সান্ডার ভিন্দামান। এছাড়াও এদিন সাক্ষ্য দেয়ার কথা রয়েছে ইউক্রেনে নিযুক্ত সাবেক মার্কিন দূত কার্ট ভোস্কার এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক সদস্য টিম মরিসন। ট্রাম্পের অভিশংসন তদন্তে গত বুধবার ক্যাপিটল হিলে প্রকাশ্য শুনানি শুরু হয়।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প এ তদন্তকে উপেক্ষা করলেও এবার তিনি নিজেই এই তদন্তে শামিল হওয়ার ইঙ্গিত দিয়েছেন। সোমবার এ নিয়ে টুইটে তিনি বলেন, ক্ষমতার অপব্যবহারের অভিযোগের বিষয়ে শুনানিতে আত্মপক্ষ সমর্থন করে সাক্ষ্য দেওয়ার কথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।  

আরও পড়ুন