বাংলাদেশ, জাতীয়, রাজধানী

ডিএনসিসির কোভিড ডেডিকেটেড হাসপাতাল চালু রবিবার 

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শনিবার ১৭ই এপ্রিল ২০২১ ১২:৫৯:১৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রবিবার থেকে রাজধানীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে রোগী ভর্তি শুরু হচ্ছে।

ডিবিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাসির উদ্দিন। মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এ হাসপাতালটিতে ২১২ শয্যার আইসিইউ শয্যা থাকবে। ৪শ পঞ্চাশটি আলাদা রুমে রোগী থাকবে।

পর্যায়ক্রমে হাসপাতালটিতে মোট এক হাজার শয্যা চালু করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাসির উদ্দিন।

এছাড়া হাসপাতালটিতে করোনা পরীক্ষার জন্য আরটিপিসিআর মেশিন এবং অন্যান্য পরীক্ষার জন্য আধুনিক যন্ত্রপাতি বসানোর কাজ এরই মধ্যে শেষ পর্যায়ে। সশস্ত্র বাহিনীর ব্যবস্থাপনায় স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় তৈরি হচ্ছে এ হাসপাতাল।

রবিবার সকাল এগারোটায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাসপাতালটি উদ্বোধন করার কথা রয়েছে।

আরও পড়ুন