বাংলাদেশ, জাতীয়, অর্থনীতি, রাজধানী, টেলিভিশন

ডিসেম্বরের মধ্যে অবৈধ ডিটিএইচ সংযোগ বন্ধের নির্দেশ

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৭ই অক্টোবর ২০১৯ ০১:৪৪:৫০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ১৫ই ডিসেম্বরের মধ্যে সব অবৈধ ডিটিএইচ সংযোগ সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বেঁধে দেয়া সময়ের পরে অভিযান চালানো হবে, অবৈধ সংযোগ পেলেই জেল জরিমানা হবে।

অবৈধ ডিটিএইচের মাধ্যমে বছরে ৭শ কোটি টাকা হুন্ডি হয়ে চলে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।  দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তথ্যমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে দেশে টেলিভিশনের ক্যাবল নেটওয়ার্ককে ডিজিটাল পদ্ধতির আওতায় আনার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভাতেই তিনি বলেন, বেঁধে দেয়া সময়ের পরে অভিযান চালানো হবে, ধরা পড়লেই জেল জরিমানা।

তথ্যমন্ত্রী আরো বলেন, এখন থেকে সেন্সর হয়ে তারপর ডাবিং করা সিরিয়াল চালাতে হবে।  এসবের জন্য শিগগিরই কমিটি গঠন করার কথাও জানান তথমন্ত্রী।

আবরার হত্যাকে ইস্যু নিয়ে নিজেদের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে ঐক্য ফ্রন্ট সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন