বাংলাদেশ, জাতীয়, স্বাস্থ্য, ডেঙ্গু

'ডেঙ্গুতে এ পর্যন্ত ৮১ জনের মৃত্যু'

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ২৭শে সেপ্টেম্বর ২০১৯ ০৩:৪৬:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডেঙ্গুতে চলতি বছর এ পর্যন্ত ৮১ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে, ডেঙ্গুতে ২৩১ জনের মৃত্যুর তথ্য পায় সরকারের রোগতত্ত্ব রোগনির্ণয় ও গবেষণা ইন্সটিটিউট। এর মধ্যে ১৩৬টি মৃত্যু পর্যালোচনা করে ৮১ জনের মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৬০ জন। এর মধ্যে ঢাকায় ৮২ জন ও ঢাকার বাইরে ২৭৮ জন। এছাড়া, সারা দেশে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫শ’ ৫৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

আরও পড়ুন