জাতীয়, ডেঙ্গু

'ডেঙ্গুতে ৯৩ জনের মৃত্যু'

ময়ূখ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই অক্টোবর ২০১৯ ০১:৩৪:২১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআরের তথ্য অনুযায়ী চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ৯ই অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গু সন্দেহে ২৪২টি মৃত্যু তথ্যের মধ্যে আইইডিসিআর ১৩৬টি মৃত্যু পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ৯০ হাজার ৭৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ২১৮ জন।  নতুন ভর্তি রোগী ২৫৪ জন।  এদের মধ্যে ঢাকায় ভর্তি ৬১, ঢাকার বাইরে ১৯৩ জন ।  

ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ২৭৮ জন। এছাড়া গত ৯ই অক্টোবর পর্যন্ত নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী কমেছে ৫ ভাগ আর সারা দেশে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৯৮ ভাগ।

আরও পড়ুন