বাংলাদেশ, স্বাস্থ্য, ডেঙ্গু

ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা মারার ওষুধ যথেষ্ট মজুত আছে: তাজুল ইসলাম

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

রবিবার ১৬ই ফেব্রুয়ারি ২০২০ ০৬:০৫:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা মারার ওষুধের মজুত যথেষ্ট আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। রবিবার সচিবালয়ে ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ ও নাব্যতা বৃদ্ধির জন্য মাস্টারপ্ল্যান তৈরি-সংক্রান্ত কমিটির সভা শেষে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, অনেক সময় এক বছরের ওষুধে পরের খুব একটা কাজ হয় না। তবে এ বিষয়টি সারাক্ষণই ফলোআপ করা হচ্ছে।

তিনি বলেন, এ মৌসুমে মশার উপদ্রব বেড়েছে। ডেঙ্গু নিয়ে গতবারের যে আতঙ্ক ছিল এবারে সে আতঙ্ক থাকবে কি না-এমন প্রশ্নে মন্ত্রী বলেন, বাংলাদেশে আতঙ্ক ওইরকম মাত্রায় যায়নি। সব সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্ত সব প্রতিষ্ঠান, ভেক্টর ম্যানেজমেন্ট করা এবং ভেক্টর বর্ণ ডিজিসে বাংলাদেশে গতবারের মতো যে অভিজ্ঞতা আছে তার আলোকে আরও বেশি পদক্ষেপ নেয়া হচ্ছে।

আরও পড়ুন