বাংলাদেশ, জাতীয়, অর্থনীতি, রাজধানী

'পোশাকশিল্পের টেকসই পরিবশ বান্ধব উন্নয়নের জন্য ক্রেতা প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে'

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই নভেম্বর ২০১৯ ০৫:৩৭:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পারস্পরিক সহযোগিতা ছাড়া, শুধু উৎপাদকদের চেষ্টায় পোশাক শিল্পে টেকসই পরিবশ বান্ধব উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, পোশাকের নিরাপদ উৎপাদন ও টেকসই বৈশ্বিক সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব শুধু উৎপাদকদের ঘাড়ে চাপিয়ে দেয়া যৌক্তিক সমাধান নয়।

এই শিল্পের পরিবশ বান্ধব উন্নয়নে তাই ক্রেতা প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে সাসটেইন্যাবল অ্যাপারেল ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা (উত্তর) সিটি কর্পোরেশনের মেয়র এবং বিজিএমইএ'র সাবেক সভাপতি আতিকুল ইসলাম জানান বর্তমানে দেশে একশ'টিরও বেশি সবুজ কারখানা চালু রয়েছে।  শিগগির এ তালিকায় আরও পাঁচশ কারখানা যুক্ত হবে বলেও জানান তিনি।

বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ড এইচ অ্যান্ড এমের প্রতিনিধি পিয়েরে বোরজেসন বলেন, পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থায় বাংলাদেশ অনেকদূর এগিয়েছে।  তবে এখনও আর বহুদূর যেতে হবে বলে তিনি মনে করেন।  

 

আরও পড়ুন