রাজধানী, শিক্ষা

ঢাকা মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ১৮ই মার্চ ২০২০ ০২:৪৫:২১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এবার ঢাকা মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা।

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পর এবার ঢাকা মেডিক্যাল কলজে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৮ই মার্চ) এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম জানান, কলেজে যারা এমবিবিএস কোর্সের শিক্ষার্থী তাদের জন্য ৩১শে মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে, যেসব যারা চিকিৎসা সেবায় নিয়োজিত তাদের জন্য খোলা রয়েছে।

এর আগে, বুধবার সকালে করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠকে বসেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন। বৈঠকে এ ঘোষণা দেয়া হয়।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ৩১শে মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন