জাতীয়

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জয়ের

এ. এস. এম রেজওয়ানুছ সাদাত

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২২শে অক্টোবর ২০১৯ ০৬:৫৭:১১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শুধু সরকারের ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের আরও উদ্যোগী হওয়ার পরামর্শ সজীব ওয়াজেদ জয়ের।

শুধু চাকরির ওপর নির্ভর না করে উদ্যোক্তা হতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার বিকেলে, রাজধানীর একটি হোটেলে "সজীব ওয়াজেদ জয় উইথ ইয়ুথ" শিরোনামে তরুণদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এ সময়, তরুণ প্রজন্মকে নিজেদের যেকোনও সিদ্ধান্ত নিজেদেরই নেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুললে নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশেরও উন্নয়ন ঘটবে।'

আওয়ামী লীগের গবেষণা সংস্থা সিআরআই ও ইয়াং বাংলা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ-তরুণীদের বিভিন্ন উদ্যোগের বিষয়ে মতবিনিময় করেন সজীব ওয়াজেদ জয়। সরকার তরুণদের উন্নয়নের জন্য নানামুখী পদক্ষেপ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

তরুণদের এগিয়ে যেতে হলে শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে নিজের আরও বেশি উদ্যোগী হওয়ার পরামর্শ দেন সজীব ওয়াজেদ জয়।


 

আরও পড়ুন