সাহিত্য, অমর একুশে গ্রন্থমেলা

তেরটি ছোটগল্পে সাজানো আনোয়ার হুসেইনের 'প্রত্যুষের গল্প'

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ৩১শে মার্চ ২০২১ ০৩:০৫:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জীবন ঘনিষ্ঠ গল্প পড়তে পছন্দ করা যে কোনও পাঠককে নির্ভেজাল আনন্দ দেবে ‘প্রত্যুষের গল্প’।

আন্ওয়ার এম হুসাইন তেরটি ছোট গল্প দিয়ে সাজানো 'প্রত্যুষের গল্প'র পরিসর। প্রতিটি গল্প আলাদা স্বাদের, ভিন্ন ভিন্ন সব সম্পর্কের। একেকটা গল্প একেক রকম অনুভূতির!

মানব জীবন বৈচিত্রময়। আমাদের নিত্যদিনের বৈচিত্রময় বেড়ে উঠার গল্পের সহজ সাবলীল বয়ান দিয়েই সাজানো প্রত্যুষের গল্প। সেই সব গল্পে স্মৃতিকাতর বন্ধু রেশমি ও দিয়ার কথা আছে। নীতির সাথে আপস না করা মোদাব্বির স্যার যেমন আছেন, তেমনি নীতি বিবর্জিত, ধুরন্ধর শাহেদের উঁকি দেয়া বিবেকের গল্প। ভাই-বোনের বোঝাপড়া আর ভালোবাসার সাথে মিশে গেছে স্বামী-স্ত্রীর টানাপোড়ন আর সমঝোতার গল্প। আছে প্রতিনিয়ত সংগ্রাম করে বেড়ে উঠার গল্প সাথে জুড়ে গেছে সমাজের অবক্ষয়ের কঠিন বাস্তবতা।

কলেজ শিক্ষক রেজার অতিপ্রাকৃত স্বপ্নের পথ ধরে পাঠক খুঁজে পাবে অত্যাচারী জমিদারের রোষানলে পড়ে শত বছর আগে হারিয়ে যাওয়া এক বাঈজী ও মাঝির ক্লাসিক প্রেম। আছে কিশোরী, আছে গৃহিণী, আছে মা। কোনও চরিত্র ছবি আঁকে নির্মমতার আবার কোনও চরিত্র ভরিয়ে দেয় মুগ্ধতায়।

প্রতিটি গল্প সুখপাঠ্য ও নান্দনিক। জীবন ঘনিষ্ঠ গল্প পড়তে পছন্দ করা যে কোনও পাঠককে নির্ভেজাল আনন্দ দেবে ‘প্রত্যুষের গল্প’।

আরও পড়ুন