আন্তর্জাতিক, অন্যান্য

দক্ষিণ আফ্রিকায় কম কার্যকর ফাইজারের ভ্যাকসিন

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

রবিবার ১১ই এপ্রিল ২০২১ ১২:১৭:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ আফ্রিকার করোনা ধরনের বিরুদ্ধে কম কার্যকর ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন।  

ইসরায়েলের টেল আবিব বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্যসেবা দান কারী প্রতিষ্ঠান ক্লালিটের যৌথ উদ্যোগে চালানো গবেষণা এ তথ্য উঠে এসেছে।

টিকা নিয়েছেন এমন চারশ করোনা রোগীদের নেয়ার পর তাদের নমুনার সাথে টিকা নেননি এমন চারশ মানুষের সাথে তুলনা করা হয়। তবে তাদের মাত্র এক শতাংশ দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার ধরন বি ডট ওয়ান ডট থ্রি ফাইভ ওয়ান এ  আক্রান্ত ছিলেন।

সংশ্লিষ্ট গবেষকেরা বলছেন, ফাইজারের তৈরি টিকা প্রকৃত করোনাভাইরাস ও যুক্তরাজ্যে পাওয়া এর ধরনের বিরুদ্ধে অপেক্ষাকৃত বেশি শক্তিশালী। সেই তুলনায় দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার ধরনের বিরুদ্ধে এটি কম কার্যকর বলে দেখা গেছে। ইসলায়েলে এই ধরণটির সংকমণ কম হওয়ায় অল্প সংখ্যক নমুনার উপর গবেষণা চালনো হয়েছে বলে গবেষকরা উল্লেখ করেন।

গত পহেলা এপ্রিলে ফাইজার বায়োএনটের প্রতিষ্ঠান দাবি করেছিল তাদের টিকা করোনা ভাইরাস প্রতিরোধে ৯১ শতাংশ কার্যকর।

আরও পড়ুন