জেলার সংবাদ, প্রবাস

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের দেয়া আগুনে আরেক বাংলাদেশির মৃত্যু

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০১৯ ০২:০৬:৩৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের দেয়া পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও এক বাংলাদেশি।

নিহত প্রবাসী হলেন রহিম খান (৩৮)। বাংলাদেশ সময় বুধবার (৬ই নভেম্বর) বিকেলে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। রহিম খানের ছোট ভাই শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রহিম খান মাদারীপুর জেলার শিবচরের চরশ্যামাইল এলাকার আব্দুল কাশেম খানের ছেলে। এর আগে, একই ঘটনায় অগ্নিদদ্ধ হয়ে গত ২২শে অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় একই উপজেলার ইমরান খলিফা নামের আরও একজনের মৃত্যু হয়।

জানা যায়, গত ২১শে অক্টোবর (সোমবার) রাতে ডাকাতি শেষে দোকানে আটকে রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অস্ত্রধারী ডাকাতদল। ওই সময় অগ্নিদগ্ধ হলে ইমরান খলিফা নামের শিবচরের এক যুবক পরের দিন মঙ্গলবার সন্ধ্যায় মারা যান। গুরুতর আহতাবস্থায় রহিম খানকে হাসপাতালে ভর্তি করা হলে ১৬ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়।

নিহত রহিম খান প্রায় ছয় বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতেন। সর্বশেষ গত দেড় বছর আগে বাড়ি এসেছিলেন। তার স্ত্রী ও এক কন্যা শিশু রয়েছে।

আরও পড়ুন