আন্তর্জাতিক, এশিয়া

দক্ষিণ এশিয়ার নেতাদের সাথে বৈঠক করবেন মিয়ানমারের সেনাপ্রধান

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৭ই এপ্রিল ২০২১ ০৫:১২:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী সপ্তাহে দক্ষিণ এশিয়ার নেতাদের সাথে বিশেষ বৈঠক করবেন মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লাইং।

শনিবার থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সহ মিয়ানমারের একাধিক নেতা কর্মী এ তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র তানি সাংগ্রাত জানিয়েছেন, মিয়ানমারের চলমান সঙ্কট নিয়ে ২৪শে এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় অ্যাসোসিয়েশন অফ সাউথ এশিয়ান নেশনসের দশটি দেশের নেতাদের সাথে বিশেষ এক বৈঠকে অংশ নেবেন হ্লাইং।

এদিকে কারাবন্দী ২৩ হাজার মানুষকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমার জান্তা। দেশব্যাপী সেনাবাহিনীর হত্যা, গ্রেপ্তার, অপহরণ, গুমের মধ্যেই এই ঘোষণা দিল তারা। বৌদ্ধ নববর্ষের ছুটিতে বন্দীদের মুক্তি দেয়ার পরিকল্পনা করছে সেনাবাহিনী।

তবে জান্তা বিরোধীদের এবং আটক সাংবাদিকদের মুক্তি দেয়া হবে কিনা তা এখোনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে এক কারা কর্মকর্তা। 

আরও পড়ুন