আন্তর্জাতিক

দাউ দাউ করে জ্বলছে অস্ট্রেলিয়ার বনাঞ্চল

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ৮ই নভেম্বর ২০১৯ ০৫:১৯:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের বিস্তীর্ণ তৃণভূমিতে জ্বলছে শতাধিক আগুন।

প্রদেশটিতে আগুনের তীব্রতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শুক্রবার একে জরুরি পরিস্থিতি হিসেবে সতর্ক করেছে দমকল কর্তৃপক্ষ।

উষ্ণ আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে শুষ্ক বনাঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। মারাত্মক আকার ধারণ করেছে অন্তত ১৭টি আগুন। দমকল বাহিনী জানায়, আগুনগুলো নিভাতে কাজ করছে সহস্রাধিক কর্মী এবং অর্ধশতাধিক বিমান। অনেক বাসিন্দা আগুনের প্রকোপ থেকে বাঁচতে নিজ বাড়িতে আটকা পড়েছেন।

আগুনের তীব্রতার কারণে তাদের উদ্ধারে হিমশিম খাচ্ছে দমকল বাহিনীর সদস্যরা। ঝুঁকির মুখে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। বন্ধ করে দেয়া হয়েছে বেশ কয়েকটি সড়ক। অন্যদিকে, বনাঞ্চলে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কুইন্সল্যান্ড ও অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলেও জরুরি সতর্কতা জারি করা হয়েছে।  

আরও পড়ুন