জাতীয়, শিক্ষা

'দাবি না মানলে সব ভবনে তালা ঝুলবে'

ময়ূখ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই অক্টোবর ২০১৯ ১২:৪৮:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বুয়েট উপাচার্য শিক্ষার্থীদের ১০ দফা দাবি মেনে না নিলে বুয়েটের সব ভবনে তালা লাগিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

দাবি মানার জন্য আগামীকাল শুক্রবার দুপুর ২টা পর্যন্ত সময় দিয়েছেন তারা। এদিকে আবরার হত্যাকাণ্ডে ১০ দফা দাবিতে সকাল থেকেই বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

তারা বলছেন, আবরার হত্যার ৩০ ঘন্টার মধ্যে উপাচার্য কেন আসলেন না সে বিষয়ে জবাবদিহি করতে হবে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যেসব ব্যবস্থা নেয়ার কথা তার কিছুই নেয়া হয়নি বলে ক্ষোভ জানান শিক্ষার্থীরা।

তারা বলেন, এখন পর্যন্ত অভিযুক্তদের বহিস্কার না করে আপাতদৃষ্টিতে তাদের পক্ষেই অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আবরার হত্যাকাণ্ড: বুয়েট শিক্ষার্থীদের ১০ দফা

প্রসঙ্গত, রবিবার রাত ২টার দিকে বুয়েটের শের-ই-বাংলা হলের সিঁড়ি ঘর থেকে তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই হলের শিক্ষার্থীদের বরাত দিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা ৭টার দিকে আবরারকে কয়েকজন ডেকে নিয়ে যায়। পরে, রাত ২টার দিকে হলের দ্বিতীয় তলার সিঁড়িতে তার মরদেহ পাওয়া যায়। মঙ্গলবার, সকাল ১০টায় কুমারখালীর রায়ডাঙ্গায় আবরারের গ্রামের বাড়িতে তৃতীয় ও শেষ জানাজা শেষ হবার পর পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

আরও পড়ুন