আন্তর্জাতিক, আমেরিকা

দায়িত্ব নেয়ার শততম দিনে মার্কিন কংগ্রেসে ভাষণ দিলেন জো বাইডেন

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৯শে এপ্রিল ২০২১ ০১:৪০:০৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভয় কাটিয়ে আশা নিয়ে আবারও জেগে উঠবে আমেরিকা। দায়িত্ব নেয়ার শততম দিনে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া প্রথম ভাষণে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ভাষণে বাইডেন বলেন, একশ দিনে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে অনেকটাই অগ্রগতি হয়েছে আমেরিকার। তবে ভাইরাসকে পরাস্ত করে অর্থনীতিকে এগিয়ে নিতে আরও অনেকটা পথ যেতে হবে।

শিশুদের সুরক্ষা ও শিক্ষায় এক ট্রিলিয়ন ডলার প্যাকেজের প্রস্তাব করেছেন জো বাইডেন। এছাড়াও, আইন প্রণেতাদের অস্ত্র নিয়ন্ত্রণ, অভিবাসন, ফৌজদারি ও ভোটাধিকার সম্পর্কিত  আইন সংস্কারের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।  

চীন, রাশিয়া এবং ইরানের সম্পর্কের বিষয়েও বিস্তারিত তুলে ধরেন তিনি। মিত্রদের সঙ্গে আরও বেশি কাজ করায় গুরুত্ব দিয়েছেন বাইডেন।

আরও পড়ুন