বাংলাদেশ, জেলার সংবাদ, কৃষি

দিনাজপুরে বোম্বাই লিচুর গাছে মুকুল আসেনি

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

রবিবার ২৮শে মার্চ ২০২১ ০২:০১:৫৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এবার দিনাজপুরে বোম্বাই লিচুর গাছে মুকুল না আসায় হতাশ লিচু ব্যবসায়ীরা। তবে মাদ্রাজি ও বেদানাসহ অন্যান্য জাতের লিচু গাছে মুকুল এসেছে স্বাভাবিক নিয়মেই।

চাষিরা বলছেন, গতবছর অতি বৃষ্টির কারণেই এমনটা হয়েছে। একারণে মৌসুমি লিচু ব্যবসায়ীরাও ফিরে যাচ্ছেন।

প্রতি বছর এ সময়টাতে দিনাজপুরের লিচু গাছ মুকুলে মুকুলে ভরে যায়। কিন্তু এবার একটু ব্যতিক্রম। বোম্বাই জাতের লিচু গাছগুলো মুকুলের বদলে নতুন পাতায় ছেয়ে আছে। এতে হতাশ লিচু বাগানীরা।  

জেলায় সবচেয়ে বেশি আবাদ হয় এই বোম্বাই জাতের লিচু। কিন্তু গাছে গাছে মুকুলের এমন অবস্থা দেখে ফিরে যাচ্ছেন মৌসুমি লিচু ব্যবসায়ীরা। বাগান মালিকরা বলছেন, গত বছর অতিবৃষ্টির কারণে গাছে সময়মতো গাছে নতুন পাতা না গজানোয় এখনো মুকুল আসেনি।

তবে মাদ্রাজি লিচুসহ বেদানা, চায়না থ্রি ও কাঠালী জাতের লিচু গাছে মুকুল এসেছে স্বাভাবিক নিয়মেই। মৌসুমের শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা বাগানীদের।

বোম্বাই জাতের লিচু গাছে এখনও মুকুল না আসার কথা জানিয়ে হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক প্রদীপ কুমার গুহ বলেন, অন্যান্য জাতের লিচুর ফলন গতবারের চেয়ে বেশি না হলেও কম হবেনা।  

দিনাজপুরে প্রায় সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে নয়শ'র মতো লিচু বাগান রয়েছে।

আরও পড়ুন