বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ, রাজধানী, শিক্ষা

দীর্ঘ হলো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

ময়ূখ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৪শে মার্চ ২০২০ ০২:৩৫:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাস প্রতিরোধে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৯ই এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমন রোধে সব রকমের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির সময় বৃদ্ধি করে ৯ই এপ্রিল পর্যন্ত করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) এ তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের।  

২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩১শে মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। তাই আজ ছুটি বাড়ানোর বিষয়ে দুই মন্ত্রণালয় বৈঠকের পর এ নির্দেশনা দেয়া হয়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনার সংক্রমণ যাতে না ছড়ায়, তাই এ সিদ্ধান্ত। সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এ সিদ্ধান্ত। মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। গ্রীষ্মের ছুটি, রোজার ছুটির সাথে প্রয়োজনে এ ছুটিকে সমন্বয় করা হবে। তখন ছুটি কমে আসতে পারে।

এর আগে, গত ১৬ই মার্চ করোনা ভাইরাস আতঙ্কে ১৮মার্চ-৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। এছাড়া ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

আরও পড়ুন