আন্তর্জাতিক, পাকিস্তান

দুদিনের মধ্যে ইমরান খানের পদত্যাগ দাবি

ইসতিয়াক হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ২রা নভেম্বর ২০১৯ ০৮:০২:১৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০১৮ সালের আগস্টে নির্বাচনে জিতে সরকার গঠন করে সাবেক ক্রিকেটার ইমরান খানের তেহরিক-ই ইনসাফ দল৷ সেনাবাহিনীর সহায়তায় নির্বাচনে ব্যাপক কারচুপি করে ক্ষমতায় এসেছেন বলে মত বিরোধী দলগুলোর।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগ করার জন্য দুদিনের সময় বেঁধে দিয়েছে জামায়াত উলামায়ে ইসলাম (জেইউআই) । শুক্রবার ইসলামাবাদে এক প্রতিবাদী র‌্যালিতে এই সময় বেঁধে দেন জেইউআই এর আমির মাওলানা ফজলুর রহমান।

হাজার হাজার সমর্থকের উদ্দেশে মাওলানা ফজলুর রহমান বলেন, ইমরানের সরকার অবৈধ, তার সরকার টিকে আছে সেনাবাহিনীর ওপর ভর করে। তবে রাজনীতিতে হস্তক্ষেপ করার অভিযোগ অস্বীকার করেছে সেনাবাহিনী। আর পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন ইমরান খান। পদত্যাগের দাবিকে গণতন্ত্রের জন্য হুমকি বলে এর নিন্দা জানিয়েছেন তিনি।

ইমরান খানকে উৎখাত করতে গত বুধবার লাহোর থেকে শুরু হয় আজাদি মার্চ। দীর্ঘ এই পদযাত্রা শেষে শুক্রবার প্রায় ৩৫ হাজার মানুষ ইমরান খানের পদত্যাগের দাবিতে ইসলামাবাদে জমায়েত হয়।বিক্ষোভের কারণে এ করকম অবরুদ্ধ হয়ে পড়ে ইসলামাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

আরও পড়ুন