পাকিস্তান, এশিয়া

দু'দিনের সফরে শ্রীলঙ্কায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ২৪শে ফেব্রুয়ারি ২০২১ ০৮:২৭:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারত ও পাকিস্তানের মধ্যে একমাত্র বিরোধের জায়গা কাশ্মীর। এমনটাই মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আলোচনার মাধ্যমে এই বিরোধের নিষ্পত্তি সম্ভব বলেও মনে করেন তিনি।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় পাকিস্তান-শ্রীলঙ্কা বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা বলেন। সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের আদলে একটি আঞ্চলিক জোট গড়ার পরামর্শ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সম্মেলনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসাও উপস্থিত ছিলেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মঙ্গলবার দু'দিনের সফরে শ্রীলঙ্কা যান ইমরান খান। আজ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসার সঙ্গে বৈঠক করেন তিনি। দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন ছাড়াও পর্যটন, কৃষি, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেন দুই সরকারপ্রধান। দুদিনের এই সফরে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষর হতে পারে।

আরও পড়ুন