জাতীয়, বিজ্ঞান ও প্রযুক্তি

দেশের সব টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটে সম্প্রচার শুরু

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ২রা অক্টোবর ২০১৯ ১০:৫৫:৪২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মহাকাশে যাওয়ার প্রায় দেড় বছর পর বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে সম্প্রচার শুরু করতে যাচ্ছে টেলিভিশন চ্যানেলগুলো।

আজ (বুধবার) থেকেই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আনুষ্ঠানিক সম্প্রচারে যাচ্ছে দেশের সব টিভি চ্যানেল। সকালে হোটেল সোনারগাঁওয়ে স্যাটেলাইটের বাণিজ্যিক সম্প্রচার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এখনই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চ্যানেলগুলো দেখা যাবে না। শিগগিরই যেনো দেখা যায়, তা নিয়ে চলছে পরীক্ষা-নিরীক্ষা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য গাজীপুরের গ্রাউন্ড স্টেশনে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে যুক্ত হয়েছে সব টিভি স্টেশন। নিরবচ্ছিন্ন সম্প্রচারে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থাও।

টিভি চ্যানেল ছাড়াও ব্যাংকের এটিএম বুথ সার্ভিস ও বিদেশী প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছেও ট্রান্সপন্ডার ভাড়া দেয়া হবে। এই প্রকল্প বাণিজ্যিকভাবে সফল হবে বলে আশা করছে বিটিআরসি।

আরও পড়ুন