জেলার সংবাদ, অপরাধ

দেড় কোটি টাকার চিংড়ি পোনা জব্দ

বরিশাল প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা মে ২০২১ ০৩:২১:১৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশাল নগরীর রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ১ কোটি ৫০ লক্ষ চিংড়ি রেনু পোনা জব্দ করেছে নৌ পুলিশ। এছাড়া চারজনকে আটকের পর জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) দুপুরে, রুপাতলীর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে চেকপোস্ট বসিয়ে এই চিংড়ি রেনু জব্দ করা হয়। এই ঘটনায় আটক জাকির, লিটন, রিয়াজ ও টুলুকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বরিশাল নৌ সদর থানার ইনচার্জ এসআই অলোক চৌধুরী বলেন, কলাপাড়া থেকে ট্রাকে করে গলদা রেনু পোনা খুলনার উদ্দেশ্য যাওয়ার খবরে রুপাতলী পল্লী বিদ্যুৎ সমিতির সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালালে ঢাকা মেট্রো ট -১৬-৭২৭২ ট্রাকটি আটক করা হয় এবং এই ট্রাক থেকে ১ কোটি ৫০ লক্ষ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। ট্রাকের সাথে থাকা চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নিশাত তামান্না তাদের উভয়কে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

জব্দকৃত চিংড়ি রেনুপোনাগুলো বরিশালের কীর্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন