খেলাধুলা, তারুণ্য, ক্রিকেট, কিডজ জোন

দ্বিতীয় ওয়ানডেতে টাইগার যুবাদের ৫ উইকেটে জয়

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই নভেম্বর ২০১৯ ০১:১২:২৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শ্রীলঙ্কার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে সফরকারী শ্রীলঙ্কা।জবাবে ৫ উইকেট হাতে রেখেই সেই রান টপকে যায় স্বাগতিক বাংলাদেশ।

এতে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল আকবর আলিরা।

সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আউটফিল্ড ভেজা থাকায় খেলা দেরিতে শুরু হলে ম্যাচ নেমে আসে ৩১ ওভারে।টসে হেরে আগে ব্যাট করে লঙ্কানরা।

পারানাভিথানার ৭৮ আর গামাগের ৪১ রানে ভর করে লড়াকু পুঁজি পায় তারা।দুইটি করে উইকেট নেন শামীম হোসেন ও রাকিবুল হাসান।

জবাবে ব্যাট করতে নেমে ৪২ রানেই চার উইকেট হারায় বাংলাদেশ।তবে শামীম আর তৌহিদ হৃদয়ের ১৬১ রানের ঝড় জুটিতে জয়ের ভিত পায় যুব টাইগাররা।

৯৫ রানে আউট হন শামীম।৮২ রান করে অপরাজিত থাকেন তৌহিদ হৃদয়।ব্যাটে বলে সমান অবদান রেখে ম্যাচ সেরা হন শামীম হোসেন।

এর আগে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পরিত্যক্ত হয় প্রথম ম্যাচ।

আরও পড়ুন