বিনোদন, ঢালিউড

ধর্মীয় অনুভুতিতে আঘাত হানায় ‘ন ডরাই’র বিরুদ্ধে আইনি নোটিস

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৫ই ডিসেম্বর ২০১৯ ০২:৪২:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগ তুলে ‘সার্ফিং’ নিয়ে দেশের প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’ এর সেন্সর বাতিল ও প্রদর্শনী বন্ধে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

গত বুধবার সুপ্রিমকোর্টের আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম ডাকযোগে এ নোটিশ প্রেরণ করেন। যাতে আগামী ৭২ ঘন্টার মধ্যে তথ্য মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয় সচিব, ছবির প্রযোজ়োক মাহবুব রহমান, পরিচালক তানিম রহমান অংশু ও চিত্রনাট্যকার শ্যামল সেনগুপ্ত বরাবর চলচ্চিত্রটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, এই চলচ্চিত্রে মহানবী হযরত মুহাম্মস (সাঃ) এর স্ত্রী হযরত আয়শা (রাঃ) সম্পর্কে বর্ণনা তুলে ধরা হয়েছে।

এছাড়াও অভিযোগ এসেছে যে, চলচিত্রের কিছু অংশ অশ্লীল ও অনৈতিক। তাই এসব বিষয়ে মুসলিম ধর্মালম্বীদের অনুভূতিতে আঘাত সৃষ্টি করবে। চলচ্চিত্রটির প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকার সস্তা প্রচারণার উদ্দেশ্যে ধর্মীয় উস্কানিমূলক পথ বেছে নিয়েছেন এমনটাও বলছেন অভিযোগকারীরা।

এ কারণেই নোটিশে চলচ্চিত্রটির সেন্সর ও প্রদর্শন বাজার থেকে প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের মুসলিম সমাজের কাছে ক্ষমা চাইতে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন