বাংলাদেশ, ধর্ম, অপরাধ, ইসলাম, আইন ও কানুন

ধর্ম অবমাননার অভিযোগে জবি শিক্ষার্থী তিথি সরকার আটক

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই নভেম্বর ২০২০ ০২:৩১:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ধর্ম অবমাননার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিস্কৃত শিক্ষার্থী তিথি সরকারকে গুজব ছড়ানো ও সহযোগিতার অপরাধে আটক করেছে সিআইডির সাইবার পুলিশ।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে সিআইডি জানায়, বুধবার নরসিংদীর মাধবদী থেকে তাকে আটক করা হয়। 

এছাড়া গুজব ছড়ানোর কাজে সহযোগিতার অভিযোগে তিথি সরকারের স্বামী শিপলু মল্লিককেও রাজধানীর গুলিস্তানের কাপ্তান বাজারের ইলেকট্রিক মার্কেট থেকে গ্রেপ্তার করেছে সিআইডি।  

সিআইডি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে স্পর্শকাতর পোস্ট করেন কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন ছাত্র অধিকার পরিষদ এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক তিথি সরকার। পরে রেহাই পেতে তিথি সরকারকে নিখোঁজ বলে রাজধানীর পল্লবী থানায় জিডি করে তার বড় বোন স্মৃতি রানী সরকার।  

রাজধানীর পল্টন থানায় তিথি সরকারের নামে ডিজিটাল সিকিউরিটি আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে সিআইডি।

আরও পড়ুন