সাহিত্য, অমর একুশে গ্রন্থমেলা

ধর্ষিতা নারীর বদলে যাওয়া জীবনের গল্প 'আলো এনে দেব'

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ৭ই এপ্রিল ২০২১ ১১:১৩:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ধর্ষিতা তরুণীর বদলে যাওয়া জীবনকে পরিবারের সহযোগিতায় আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার যুদ্ধ তুলে ধরেছেন সালেহা ফেরদৌস।

বিভিন্ন অললাইন প্ল্যাটফর্মে অসংখ্য ছোট গল্প, কবিতা, প্রবন্ধ লিখলেও বই আকারে সালেহা ফেরদৌসের প্রথম গল্পের বই 'আলো এনে দেবো' প্রকাশিত হয়েছে এবারের বই মেলায়।

মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে ধর্ষিতা হবার পর তার জীবন বদলে যাওয়া গল্পের মূল উপজীব্য। ধর্ষিতা মেয়েটির বদলে যাওয়া জীবনটাকে পরিবারের সহযোগিতায় আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার যুদ্ধ দেখানো হয়েছে গল্পটিতে।

লেখিকা সালেহা ফেরদৌসের জন্ম টাঙ্গাইল জেলায় হলেও শৈশব, কৈশোর, পড়াশোনা এবং কর্মজীবন সবই রাজধানী ঢাকাতে। প্রাণিবিদ্যায় অনার্স করলেও কর্মজীবন শুরু করেন গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। দীর্ঘ ১৪ বছর চাকরি করার পর বর্তমানে নিজেই ব্যবসা করছেন। বিজ্ঞানের ছাত্রী এবং কর্মজীবন বাণিজ্যের হলেও ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ছিল উনার প্রবল ঝোক। হাজার ব্যস্ততা সালেহা ফেরদৌসকে বই পড়া থেকে দূরে রাখতে পারেনি।

শখের বশে নিজে লেখালেখিতে মনোনিবেশ করেন ২০১৯ সালের আগস্ট মাসে। চলতি বছর সালেহা ফেরদৌসের আরও কয়েকটা বই বের হবার কথা আছে।

আরও পড়ুন