বাংলাদেশ, জেলার সংবাদ

ধানকাটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে নভেম্বর ২০১৯ ০৬:৩৯:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জয়পুরহাটের কালাই উপজেলার করমকা এলাকায় আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন।

মঙ্গলবার বিকেলে করমকা  মাঠে ধানকাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- কালাই উপজেলার করমকা গ্রামের সাইদুর রহমান (৩৭) ,মিফাদুল জান্নাত (২৭), মাহফুজুর রহমান (৩০),বায়জিদ বোস্তামি (৩০), মনোয়ারা বেগম (৫০), সাঈদ মন্ডল (৫৫), নুর নবী, (৩৫), মাহবুর রহমান (৩২),  আহত অন্যন্যরা বিভিন্ন সরকারি-বেসরকারি চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  

কালাই থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দীর্ঘদিন যাবৎ এক বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। তারা উভয়পক্ষই  জমি রোপণ করেছে বলে দাবি করে আসছিলেন।  

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন সমর্থকরা করমকা মাঠে ধান কাটচ্ছিলো এ সময় আওয়ামী লীগ নেতা উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াজেদ আলী সমর্থকরা বাধা দিলে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। গুরুতর  আহতদের কালাই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতের মধ্যে ৪ জনের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

তবে সংঘর্ষের ব্যাপারে জানতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

আরও পড়ুন