আন্তর্জাতিক, ইউরোপ

নরওয়েতে তীর-ধনুক নিয়ে হামলায় ৫ জন নিহত

Hafijul Haque Ujjal

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৪ই অক্টোবর ২০২১ ০৭:৫৪:৪৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরওয়েতে তীর-ধনুক নিয়ে হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। রাজধানী অসলোর দক্ষিণ-পশ্চিমে কংসবার্গ শহরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি সন্ত্রাসী হামলা কি না তা তদন্ত করতে মাঠে নেমেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ওই হামলাকারী কংসবার্গ শহরের একটি সুপার মার্কেটের ভেতর থেকে তীর ছুড়ে আক্রমণ চালান। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। হামলার পর পরই ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি মোতায়েন করা হয়। আকাশপথে টহল দিচ্ছে পুলিশের হেলিকপ্টারও।

এদিকে, ঘটনার পর নরওয়ের পুলিশ বিভাগ অতিরিক্ত সতর্কতা হিসেবে দেশব্যাপী সকল কর্মকর্তাকে আগ্নেয়াস্ত্র বহন করার নির্দেশ দিয়েছে। আর একে ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ। নিরাপত্তার স্বার্থে শহরটির বেশ কিছু এলাকা কাঁটাতারে ঘিরে রাখা হয়েছে। স্থানীয়দের আপাতত ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

শান্তির দেশ হিসেবে শীর্ষে থাকা নরওয়েতে ২০১১ সালে বামপন্থী লেবার পার্টির ক্যাম্পে এক উগ্র ডানপন্থীর হামলায় মৃত্যু হয়েছিল ৭৭ জনের।

আরও পড়ুন