অর্থনীতি, জেলার সংবাদ, লাইফস্টাইল

নরসিংদীতে ৮ দিনব্যাপী এসএমই পণ্য মেলা শুরু

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ১লা মার্চ ২০২০ ০৭:৫৮:০২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশি পণ্য বাজারজাতকরণে সহায়তার লক্ষ্যে নরসিংদীতে শুরু হলো আট দিনব্যাপী এসএমই পণ্য মেলা।

রবিবার বিকেলে, নরসিংদীর নতুন শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। এসএমই ফাউন্ডেশন কর্তৃক ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সহায়তা নিশ্চিত করতে চতুর্থবারের মত এ মেলার আয়োজন করেছে নরসিংদী জেলা প্রশাসন।

জেলা প্রশাসক সৈয়দা ফরহানা কাউনাইনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, নরসিংদী চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট শামীম নেওয়াজ প্রমুখ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, কমল কুমার ঘোষ, সদর উপজেলা সহকারী কমিশনার শাহ আলম মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, বিভিন্ন শ্রেণী পেশার লোকজনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

মেলায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেশিয় পণ্যের সমাহার নিয়ে ৭০টির বেশি স্টল অংশ নেয়। প্রতিদিন বিকেলে দর্শনার্থীদের জন্য নানা আয়োজন নিয়ে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন