জেলার সংবাদ, ভ্রমণ

নাটোরের দর্শনীয় স্থানসমূহ বন্ধ ঘোষণা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৯শে মার্চ ২০২০ ১২:৪১:৫৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উত্তরা গণভবন, রাজবাড়ি ও গ্রীণ ভ্যালী পার্কসহ দর্শনীয় স্থান বন্ধ ঘোষণা।

করোনা ভাইরাস প্রতিরোধে নাটোরের উত্তরা গণভবন, নাটোর রাজাবাড়ি এবং লালপুরের গ্রীন ভ্যালী পার্কসহ দর্শনীয় স্থানসমূহ বন্ধের ঘোষণা দিয়েছে নাটোর জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার থেকে আগামী ৩১শে মার্চ পর্যন্ত এই সকল দর্শনীয় স্থান সকল জনগণের জন্য প্রবেশাধিকার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়, নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ-পিএএ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, করোনা ভাইরাস প্রতিরোধে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৩১শে মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন উত্তরা গণভবন, নাটোরের রাণীভবানী রাজবাড়ি, লালপুরের গ্রীন ভ্যালী পার্ক বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া যেখানে বেশি গণজমায়েত হয় এমন দর্শনীয় স্থানও বন্ধ থাকবে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে দর্শনীয় স্থানগুলো পূণরায় খুলে দেয়ার নির্দেশ প্রদান করা হবে।

আরও পড়ুন