আন্তর্জাতিক, আমেরিকা

নিউইয়র্ক বিমানবন্দরে রাশিয়ার নারী সাংসদকে জিজ্ঞাসাবাদ

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ৭ই অক্টোবর ২০১৯ ১০:০৩:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে ব্যাখ্যা চেয়েছে রুশ দূতাবাস।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিমানবন্দরে রশিয়ার এক নারী সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই। রুশ নারী সাংসদ ইউমাশেভাকে জিজ্ঞাসাবাদ করার প্রতিবাদ জানিয়েছে মস্কো। এ ঘটনার প্রতিবাদে আমেরিকায় অবস্থিত রুশ দূতাবাস মার্কিন পররাষ্ট্র দপ্তরে একটি প্রতিবাদ লিপিও পাঠিয়েছে।

রুশ দূতাবাস গতকাল রবিবার, এক বিবৃতিতে জানিয়েছে নিউইয়র্কের একটি বিমানবন্দরে পৌঁছানোর পর রাশিয়ার আইন প্রণেতা ইউমাশেভাকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে।

ইউমাশেভা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গেল ৬ই অক্টোবর বার্ষিক ফোর্ট রস ডায়ালগ ফোরামে অংশ নেয়ার জন্য বৈধ ভিসা নিয়ে আমেরিকা সফর করছিলেন। রাশিয়ার সংসদ সদস্য দেশের সংসদের নিম্নকক্ষ দুমার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য এবং মার্কিন কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রক্ষার ব্যাপারে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন