ফুটবল

নির্বাচন পেছাতে ফিফা প্রেসিডেন্টকে বাফুফের সহ-সভাপতি চিঠি

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ২৩শে মার্চ ২০২০ ০৯:০৫:০৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন পিছিয়ে দিতে ফিফা সভাপতির কাছে চিঠি পাঠিয়েছেন বাফুফের সহ-সভাপতি।

করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে নির্বাচন পিছিয়ে দিতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে চিঠি দিয়েছেন সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি। দেশের সঙ্কটময় পরিস্থিতিতে বাফুফে নির্বাচন করাটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।

সভাপতি কাজী সালাউদ্দিনকে মৌখিকভাবে জানানোর পরেও নির্বাচনের বিষয়ে অনড় থাকায় ফিফা সভাপতি জিয়ান্নি ইন ফান্তিনো বরাবর চিঠি দিয়েছেন মহিউদ্দিন মহি।

গঠনতন্ত্র অনুযায়ী ৩০শে এপ্রিলের মধ্যেই করতে হবে বাফুফের নির্বাচন। কিন্তু, করোনার কারণে নির্বাচন পিছিয়ে দিতে ১৯শে মার্চ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে অনুরোধ করেন দুই সহ-সভাপতি বাদল রায় ও মহিউদ্দিন আহমেদ মহি। তবে, সে অনুরোধের ঢেকি গেলেননি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

একদিন পর বাফুফের সাধারণ সম্পাদক জানান ফিফা আর এএফসির নির্দেশনা মেনেই নিবার্চনে অনড় তারা। কিন্তু, জনস্বার্থে সে প্রস্তাব মানতে রাজি নন মহি। করোনাভাইরাসের প্রকোপের কথা মাথায় রেখে বাফুফে নির্বাচন পেছাতে সরাসরি ফিফা সভাপতির কাছেই দাবি তুলেছেন তিনি।

করোনা সংক্রমণের ভয়াবহ অবস্থায় বাফুফের নির্বাচন করা আর সারা দেশকে আরও হুমকির মুখে ঠেলে দেয়া একই মনে করছেন মহিউদ্দিন মহি।

আরও পড়ুন