বাংলাদেশ, খেলাধুলা, জাতীয়, অন্যান্য খেলা

নিলামে উঠছে হকি আম্পায়ার শাহবাজ আলীর স্বর্ণ পদক

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

সোমবার ২৭শে এপ্রিল ২০২০ ০২:২৯:২৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ট্রেলিয়া ইনডোর হকি চ্যাম্পিয়নশিপে সেরা আম্পায়ারের স্বর্ণপদকটি নিলামে তুলতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের শাহবাজ আলী।

নিলামের প্রাপ্ত অর্থে করোনা সংকটে দেশের বিপদগ্রস্ত মানুষদের জন্য ব্যায় করতে চান তিনি।

গেল জানুয়ারিতে অস্ট্রেলিয়া ইনডোর চ্যাম্পিয়নশিপে আম্পায়ার হিসেবে গ্রুপপর্ব, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন শাহবাজ আলী।

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত সাফল্য দেখিয়ে নজর কাড়ায় তাকে ‘আম্পায়ার অব দ্য গোল্ড ফাইনাল’ পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক দেয় অস্ট্রেলিয়া। সেই স্বর্ণপদকটি নিলামে তুলবেন ২৭ বছর বয়সী হকি রেফারি শাহবাজ আলী।

এর আগে, ক্রিকেটার মুশফিক, আশরাফুল ও মাশরাফি তাদের অর্জিত স্বারক নিলাম করার ঘোষনা দেন। এরই মধ্যে সাকিব আল হাসানের ব্যবহৃত একটি ব্যাট বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। কমনওয়েথ গেমসে জয় করা স্বর্ণ পদকটিও নিলাম করতে চেয়েছেন শ্যুটার আসিফ হোসেন।

আরও পড়ুন