রাজধানী

নিষেধাজ্ঞার মধ্যে আজও রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার চেষ্টা

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২১শে মে ২০২০ ০৮:৩৫:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজও রাজধানীতে প্রবেশ ও বাহির হওয়ার চেষ্টা করেছে মানুষ। তবে পুলিশের কড়া তল্লাশির মুখে ফিরে যেতে হয়েছে তাদের।

বৃহস্পতিবার (২১শ মে) ঢাকা-মাওয়া মহাসড়কের প্রবেশ দ্বারে বুড়িগঙ্গা নদীর চীন-মৈত্রী ও দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু দু'টিতে এমন চিত্র দেখা গেছে।

এদিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা রাজধানীর বাহির ও প্রবেশ করার চেষ্টা করেছে যে সব যানবাহনের বেশির ভাগই ঘুরিয়ে ফেরত পাঠিয়েছে পুলিশ। এক্ষেত্রে এ্যাম্বুলেন্স, ওষুধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ জরুরি সেবাদানকারি যানবাহন এর আওতামুক্ত ছিলো। তবে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে বেশ বেগ পেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এসময় অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। আর, সরকারি নির্দেশনা বাস্তবায়নে সকল নাগরিকে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান পুলিশের শ্যামপুর জোন এডিসি নাজমুন নাহার।

উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ১৭ই মে ঢাকায় আসা ও যাওয়া নিয়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।

আরও পড়ুন