বাংলাদেশ, জাতীয়, প্রবাস

নিষেধাজ্ঞা উপেক্ষা, লেবানন থেকে ফিরল ২৭৮ জন

আবু বকর

ডিবিসি নিউজ

সোমবার ৫ই এপ্রিল ২০২১ ০২:৩৫:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অনুমতি না থাকলেও বিশেষ ফ্লাইটে লেবানন থেকে দেশে ফিরেছেন ২৭৮ জন বাংলাদেশি। তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠাতে চাইলে বিক্ষোভ করেন যাত্রী ও তাদের স্বজনেরা।

আজ সোমবার (৫ এপ্রিল) শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

করোনা সংক্রমণ রোধে যুক্তরাজ্য ছাড়া ইউরোপ ও লেবাননসহ ১২ দেশ থেকে যাত্রী পরিবহণ নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর মধ্যেই লেবানন থেকে যাত্রীদের নিয়ে দেশে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যদিও লেবানন থেকে আসা ফ্লাইটটি রাতে নামতে দেয়া হয়নি। পরে দূতাবাসের উদ্যোগে মানবিক বিবেচনায় সকালে ফ্লাইটটি অবতরণ করে।

এরপর বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠাতে চাইলে ক্ষিপ্ত হয়ে উঠেন যাত্রী ও তাদের স্বজনেরা। বিভিন্ন শ্লোগানও দেন তারা। পরে সকাল ১১টায় পুলিশ প্রহরায় তাদের কোয়ারেন্টিনে নেয়া হয়।

আরও পড়ুন