জেলার সংবাদ, অপরাধ

নোয়াখালীতে অস্ত্রসহ ৫ জলদস্যু আটক, অপহৃত ৯ জেলে উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ১৭ই মে ২০২০ ০৩:২৪:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ পাঁচ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এসময় অপহৃত ৯ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

শনিবার (১৬ই মে) গভীর রাতে গাসিয়ার চর এলাকার মেঘনা নদী অভিযান চালিয়ে আটক ও উদ্ধার করা হয়। আটককৃত দস্যুরা হলেন: লক্ষ্মীপুর জেলার কমলগঞ্জ উপজেলার চরমাটিয়া গ্রামের মো. পারভেজ (২৭), চর কাদিরা গ্রামের মো. বেলাল হোসেন (২৮), চরগজারিয়া গ্রামের মো. হারুন(৩৫), রামগতি উপজেলার চর গজারিয়া গ্রামের মো. হাসান (৪৫) ও ভোলা জেলার তজুমদ্দি উপজেলার চর জহিরুদ্দিনের মো. হোসেন (৩৩)। অন্যদিকে উদ্ধার হওয়া জেলেদের একজনের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এবং অন্যদের সবার বাড়ি হাতিয়ায়।

হাতিয়া কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার লে. বিশ্বজিত বড়ুয়া জানান, জলদস্যুরা গত দুই দিন বিভিন্ন স্থান থেকে জেলেদের অপহরণ করে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি দেশিয় তৈরি বন্দুক, দুই রাউন্ড গুলি ও ৫টি রামদাসহ পাঁচ দস্যুকে আটক করা হয়। রবিবার (১৭ই মে) সকালে ডাকাতি, অপহরণ ও অস্ত্র আইনে মামলা শেষে আটককৃত জলদস্যু ও উদ্ধার হওয়া জেলেদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুন