আন্তর্জাতিক, পাকিস্তান

পঙ্গপালের আক্রমণে পাকিস্তানে জরুরি অবস্থা জারি

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

রবিবার ২রা ফেব্রুয়ারি ২০২০ ০২:২৩:৩২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঙ্গপালের আক্রমণে ফসলের ক্ষতি ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান।  

শুক্রবার মন্ত্রিসভার সদস্য ও চার প্রদেশের সিনিয়র কর্মকর্তাদের সাথে এক জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।  

এই সংকট মোকাবিলায় ৭৩০ কোটি রুপি বরাদ্দ করেছে পাকিস্তান। সম্প্রতি দেশটির সিন্ধ ও পাঞ্জাব প্রদেশে পঙ্গপালের আক্রমণে বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়।

গেল বছরের মার্চ মাসে দেশটিতে প্রথমবারের মতো পঙ্গপালের আক্রমণ শনাক্ত হয়। তখন কয়েকটি প্রদেশের প্রায় নয় লাখ হেক্টর জমিতে ছড়িয়ে পড়লে কোটি কোটি রুপির ফসল নষ্ট হয়ে যায়।  

আরও পড়ুন