অপরাধ, রাজধানী, আইন ও কানুন

পরকীয়ার জেরে আড়ৎ কর্মচারী হত্যা: চাচাত ভাইয়ের যাবজ্জীবন

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই নভেম্বর ২০১৯ ১০:৩০:৩৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পরকীয়ার জেরে মাছের আড়তের কর্মচারীকে হত্যার ঘটনায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড।

রাজধানীর লালবাগে পরকীয়ার জেরে নিহত মাছের আড়তের কর্মচারী আলাউদ্দিন হত্যা মামলায় চাচাতো ভাই জুবায়ের আহমেদ সুমনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচার শহীদুল আলম ঝিনুক এ রায় ঘোষণা করেন। এছাড়াও তাকে ৫০ হাজার টকার অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছেরর কারাদণ্ড দেন বিচারক।

রায় ঘোষণার পর সন্তাষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মঞ্জুর মাওলা চৌধুরী।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২১শে নভেম্বর রাজধানীর লালবাগে পরকীয়ার জেরে মাছের আড়তের কর্মচারী আলাউদ্দিনকে গলায় তার পেঁচিয়ে হত্যা করেন তার চাচাত ভাই জুবায়ের আহমেদ সুমন। হত্যার পর মরদেহ আলমারিতে রেখে দেন সুমন। ঘটনার দুই দিন পর নিহত আলাউদ্দিনের ভাই লিটন সিকদার বাদী হয়ে লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর, ২০১৫ সালের ২৭শে জুন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই বছরের ২৭শে অক্টোবর মামলার চার্জ গঠন করা হয়। এই মামলার ৩৩ জন সাক্ষীর মধ্যে ২০ জন সাক্ষ্য দেন।

আরও পড়ুন